শান্তর অভিযোগ

আমরা সেরা সুযোগ-সুবিধা পাই না

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৫: ১৪

সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার মনে করেন, বড় সাফল্য পাওয়ার জন্য যেমন সুবিধা দরকার তেমনটা দল থেকে দেওয়া হচ্ছে না।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘সুযোগ সুবিধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খুব খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বাইরে থেকে দেখলে মনে করবে যে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আপনি চাচ্ছেন যে আইসিসি ইভেন্টে কাপ জিতবেন, সেমিফাইনাল খেলবেন। তাহলে ওই ধরনের সুযোগ সুবিধা আপনার লাগবে। ওই সময় অন্য দলগুলোর সঙ্গে তুলনা করছেন। আবার সুযোগ সুবিধার দিক দিয়ে আপনি সেভাবে পাচ্ছন না।’

বিজ্ঞাপন

মিরাজ, লিটনদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন শান্ত, ‘এই যে বাইরে যেসব বিষয় নিয়ে,মিরাজ বলেন, লিটন বা তাসকিন বলেন, এই বিষয়গুলো বাইরেই আলাপ আলোচনা হয়েছে। ড্রেসিংরুমের মধ্যে আমরা যখনই কথা বলেছি, আমার যদি কোনো আইডিয়া কারও কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয়, সেটা মিরাজ, লিটন বা অন্য কেউ হতে পারে। তারা কিন্তু খুবই উইলিংলি আমাকে সে ফিডব্যাকটা দিয়েছে। একবারও আমার মনে হয়নি যে তারা একটু দূরে আছে আমার থেকে। এটা বাইরেই যা হওয়ার হয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত