অন্য এক সেঞ্চুরির সামনে মুশফিক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৩
মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালা গলায় পরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে তার অর্জনের পাল্লা নেহাত কম ভারী নয়। এবার সেই অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে আরেকটি মাইলফলক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামলেই বিরল এই কীর্তি গড়বেন ‘মি. ডিপেন্ডেবল’খ্যাত এই ক্রিকেটার।

বিজ্ঞাপন


নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে তারা। এমন তথ্য জানিয়েছে ক্রিকইনফো। এই সিরিজে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিক। প্রথম টেস্টটি হবে ১১ নভেম্বর, সিলেটে।


দেশের জার্সিতে এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলা মুশফিকের ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মাত্র ১৮ বছর বয়সে। লর্ডসে শচিন টেন্ডুলকারের পরই টেস্ট খেলা দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় তিনি। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ছয় হাজার রানের মালিক এই উইকেটকিপার ব্যাটার। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত ২১৯ রানের ইনিংস টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।


দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বুধবার ঘোষণা দিয়েছে, অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে তারা। সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর হবে তিন ওয়ানডে; এরপর ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর মাঠে গড়াবে তিন টি-টোয়েন্টি।



সর্বাধিক টেস্ট খেলা পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান

খেলোয়াড় ম্যাচ
মুশফিকুর রহিম ৯৮
মুমিনুল হক ৭৩
সাকিব আল হাসান ৭১
তামিম ইকবাল ৭০
মোহাম্মদ আশরাফুল ৬১

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত