আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদীপ সিং

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদীপ সিং

২০২৪ সালে টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিলেন আর্শদীপ সিং। পুরস্কারস্বরূপ সবশেষ বছরের এই সংস্করণের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই বাঁহাতি পেসার।

২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ভারতের সে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন আর্শদীপ। একই সঙ্গে বছরের অন্যান্য টি-টোয়েন্টিতেও প্রতিপক্ষের ব্যাটারদের জন্য যমদূত ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

২০২৪ সালে টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট নেন আর্শদীপ। টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার পথে পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলেন তিনি।

গত বছর ভারতের হয়ে ১৮টি কুড়ি ওভারের ম্যাচ খেলেন আর্শদীপ। ৩৬ উইকেট নেওয়ার পথে ওভারপ্রতি ৭.৪৯ রান খরচ করেন তিনি। বোলিং গড় সাড়ে ১৩।

ভারতের হয়ে টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আর্শদীপ। তালিকার শীর্ষে আছেন ভুবনেশ্বর কুমার। ২০২২ সালে ৩২ ম্যাচে ৩৭ উইকেট নেন এই ডানহাতি পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন