তাহিরের ক্যারিয়ার সেরা বোলিং, ব্যর্থতার বৃত্তে সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৩: ০৪
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৩: ২২

গত মার্চে ৪৬ এ পা রেখেছেন ইমরান তাহির। এরপরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন। শুধু মাঠে নেমেই ক্ষান্ত থাকছেন না- করছেন দল জয়ী পারফরম্যান্স। এই যেমন ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে বল হাতে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন তাহির।

এদিন তাহিরের ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি বোলিংয়ে ভর দিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৮৩ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই লেগস্পিনার যখন ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন- তখন ব্যর্থতার চোরাগলিতে ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১১ রান জড়ো করে গায়ানা। ২ ওভার বল করে ১৬ রান দেন সাকিব। কোনো উইকেট পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

জবাব দিতে নেমে তাহিরের বোলিং তোপে পড়ে ১২৮ রানে অলআউট হয় অ্যান্টিগা। ৭ বলে ৮ রান করে আউট হন সাকিব। তাহিরের বলে শাই হোপের হাতে ধরা পড়েন তিনি। সাকিব ছাড়াও ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নেন তাহির।

সব মিলিয়ে ৫ উইকেট নেওয়ার পথে ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেন এই তারকা বোলার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত