শিরোপা জিততে ভারতের দরকার ২৫২

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৮: ৩২
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮: ৪৭

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ব্ল্যাক ক্যাপসদের। যদিও শুরুর ধারা ধরে রাখতে পারেনি তারা।

উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৭ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ইয়াং ১৫ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ভরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৫ রান করেন ইয়াং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। সেই সঙ্গে কমতে থাকে রানের গতি।

বিজ্ঞাপন

দলীয় ১০৮ রানে চার উইকেট হারানো নিউজিল্যান্ড লড়াকু পুঁজি দাঁড় করাতে পেরেছে ড্যারেল মিচেল, মাইকেল ব্রেস্রওয়েল, গ্লেন ফিলিপসের সুবাদে। ৪০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল। ৬৩ রান এনে দেন মিচেল। ফিলিপসের অবদান ৩৪ রান। এছাড়া ইনিংস ওপেন করতে নামা রবীন্দ্রর ব্যাট থেকে আসে ৩৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ভরুণ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের ইনিংস: ২৫১/৭ (৫০ ওভার); ড্যারেল মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩, রবীন্দ্র ৩৭, ফিলিপস ৩৪; কুলদীপ ২/৪০

টস: নিউজিল্যান্ড (ব্যাট)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত