আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানারাতের সিএসই

আতিকুর রহমান নগরী

ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানারাতের সিএসই

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত এমআইইউ ইউনি ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ -এ চ্যাম্পিয়ন হয়েছে সিএসই বিভাগের ক্রিকেট দল।

গতকাল মঙ্গলবার, অনুষ্ঠিত ফাইনাল খেলায় আইন বিভাগকে ১৩ রানে পরাজিত করে জয়লাভ করেছে সিএসই বিভাগ।

বিজ্ঞাপন

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ক্লেমন স্পোর্টসের ম্যানেজার গাজী আলমগীর, সিনিয়র এক্সিকিউটিভ মো. এনামুল হক, স্পোর্টস ক্লাবের সভাপতি ইফাজ প্রমুখ।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ নির্ধারিত ওভারে দুই উইকেটে ৬১ রান সংগ্রহ করে। জবাবে আইন বিভাগ ছয় উইকেট হারিয়ে করে ৪৮ রান।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিএসই বিভাগের মাহিন, আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের বাবু।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের আটটি দল অংশগ্রহণ করে। খেলা উপলক্ষে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস— রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে সাজানো হয় মাঠ।

এর আগে ১৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...