অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২২: ১৬

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত। বুধবার শেষ চারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আসন্ন ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৯ মার্চ ফাইনালে মুখোমুখি হবে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬৪ রানে অলআউট হয় অজিরা। জবাবে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন বিরাট কোহলি। ৪৫ রান আসে শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে। রাহুলের অবদান ৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ও এলিস দুটি কতে উইকেট নেন।

বিজ্ঞাপন

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভ স্মিথ। অজিদের ইনিংসে ক্যারির অবদান ৬১ রান। এছাড়া মার্নাস লাবুশান ২৯ ও বেন দারশুইস এনে দেন ১৯ রান। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শামি। ৪৮ রানে ৩ উইকেট নেন এই গতি তারকা। এছাড়া ভরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়ার ইনিংস: ২৬৪/১০ (৪৯.৩ ওভার); স্মিথ ৭৩, ক্যারি ৬১, হেড ৩৯, লাবুশান ২৯; শামি ৩/৪৮

ভারতের ইনিংস: ২৬৭/৬ (৪৮.১ ওভার); বিরাট কোহলি ৮৪, আইয়ার ৪৫, রাহুল ৪২*; জাম্পা ২/৬০

ফল: ভারত ৪ উইকেটে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত