আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বার্সার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি

যেসব সুবিধা পাবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

যেসব সুবিধা পাবেন ইয়ামাল

২০২৩ সালে অভিষেকের পর থেকেই বার্সেলোনার একাদশের অপরিহার্য অংশ বনে গেছেন লামিনে ইয়ামাল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি ক্ষুরধার হয়ে উঠছেন এই স্প্যানিশ তরুণ। এমন একজন ফুটবলার ক্লাবের সর্বোচ্চ সুবিধাভোগী হবেন সেটাই স্বাভাবিক। ইয়ামালের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। নতুন চুক্তিতে তার জন্য বিশাল সুবিধা রেখেছে কাতালানরা।

২০২৪-২৫ মৌসুমটা রীতিমতো স্বপ্নের মতো পার করেছেন ইয়ামাল। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫টি। বার্সাকে তিনটি শিরোপা জেতাতে রেখেছেন অগ্রনায়কের ভূমিকা। এমন একটা মৌসুম শেষে তার সঙ্গে নতুন চুক্তি করবে বার্সা, সেটা অনুমিতই ছিল। এবার সেটা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবটি। তরুণ উইঙ্গারের সঙ্গে তাদের চুক্তি ছিল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। নতুন চুক্তিতে ২০৩১ সালের জুন পর্যন্ত স্পেনের শীর্ষ ক্লাবটিতে থাকবেন ইয়ামাল।

বিজ্ঞাপন

আগামী ১৩ জুলাই ১৮ তে পা দেবেন ইয়ামাল। এরপর তার নতুন চুক্তির সব তথ্য প্রকাশ করবে বার্সা। যদিও বিভিন্ন প্রচারমাধ্যমের কল্যাণে এরই মাঝে বার্সা থেকে তার নতুন চুক্তির সুযোগ সুবিধা সম্পর্কে জানা গেছে। ফুটবল ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম গোল ডটকম জানিয়েছে, নতুন চুক্তিতে বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো পাবেন ইয়ামাল। সঙ্গে বোনাসের অর্থ যোগ হবে। পাশাপাশি তার জন্য থাকছে আরও কিছু সুবিধা। ব্যালন ডি’অর জিতলে পাবেন বিশেষ বোনাস। এছাড়া পারফরম্যান্স ভিত্তিক বোনাসও পাবেন ১৭ বছর বয়সী ফুটবলার। সব মিলিয়ে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হওয়ার সুযোগ থাকছে ইয়ামালের সামনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন