ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য তামিমের ‘আহ্বান’

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০: ৪৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০: ৫১

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের দিকে তেমন নজর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই রীতি থেকে বের হয়ে এসে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই মাঠের বাইরে আছেন তামিম। ব্যাট হাতে বাইশ গজে নামতে না পারলেও ক্রিকেট সংশ্লিষ্টতায় ঠিকই দেখা যায় দেশসেরা ওপেনারকে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোরে হাজির হন তামিম।

বিজ্ঞাপন

তামিম বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি। আমার মনে হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য আরো বেশি বিনিয়াগ করা উচিত। তাদের চাওয়া কিন্তু কিছুই না। পরিবার বলেন বা তাদের চাওয়া পাওয়া একটাই- তারা ক্রিকেটকে বেশি ভালোবাসে।’

তামিম আরো বলেন, ‘ক্রিকেটারদের গায়ে আলাদা ট্যাগ লাগানো উচিত না। এই যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার, নারী ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার বলা উচিত না। যিনি ক্রিকেট খেলে তিনি ক্রিকেটার। এটা সবার বোঝা উচিত। আমরা সব সময়ই বলি- সবাই সমান। যদি আমরা সবাই সমান হয়ে থাকি তাহলে ট্যাগ কেন? ক্রিকেটারদের শুধু ক্রিকেটারই বলা উচিত।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত