ইয়ামাল নাকি রোনালদো শেষ হাসি কার?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১৭: ৫০

নেশন্স লিগের ফাইনালের মঞ্চ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। তবে দল এবং সব পরিসংখ্যানকে পাশ কাটিয়ে আসন্ন ম্যাচে আলোচনার খোরাকে পরিণত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিনে ইয়ামাল। এর কারণটাও কারও অজানা থাকার কথা নয়।

রোনালদোর নামটা গত দুই দশক ধরেই বিশ্ব ফুটবলে অতি পরিচিত। নিজের অসামান্য ধারাবাহিকতা দিয়ে একটি অধ্যায় হয়ে আছেন সাত নম্বর জার্সিধারী। বয়স ৪০। যদিও মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ পড়েনি দেননি এই তারকা ফরওয়ার্ড। ফিটনেস ভালো থাকায় এখনও তরুণ ফুটবলারদের সঙ্গে ক্লান্তিহীনভাবে মাঠে টেক্কা দেন। এর আগে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০১৬ সালে ইউরো জেতে পর্তুগাল। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আরও একবার দেশকে শিরোপা এনে দিতে চাইবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

বিজ্ঞাপন

গোল করার পুরনো নেশাটা এখনও রয়ে গেছে রোনালদোর। গোলের প্রতি তার অদম্য নেশাটাই প্রতিপক্ষ দলের জন্য চিন্তার বড় কারণ। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার স্বামর্থ্য তাকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করেছে। ক্যারিয়ার শেষ করার আগে প্রথম ফুটবলার হিসেবে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পেছনে ছুঁটছেন রোনালদো।

পথচলা বেশিদিনের না হলেও এরই মাঝে নিজের জাত চিনিয়েছেন ইয়ামাল। পায়ের অসাধারণ কারিকুরিতে ১৭ বছর বয়সেই ভেঙেছেন অনেক রেকর্ড। মাঠে নিজেকে যেভাবে চেনাচ্ছেন তাতে সন্দেহাতীতভাবেই আগামী দিনের বড় তারকাদের একজন হওয়ার পথেই আছেন এই স্প্যানিশ তরুণ।

অনেকে তো ইয়ামালের মাঝে মেসির ছায়াও দেখতে পান। সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে বার্সেলোনাকে তিনটি শিরোপা জেতাতে অগ্রনায়কের ভূমিকায় ছিলেন ইয়ামাল। দারুণ সব ড্রিবলিং, পাসিং এবং কৌশল দিয়ে মৌসুমজুড়ে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানোর কাজটা বেশ ভালোভাবেই করেছেন। এবারের ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে এগিয়ে আছেন আক্রমণভাগের এই ফুটবলার। কোনো সন্দেহ নেই, নেশন্স লিগ জিতলে সে কাজটা আরও সহজ হবে ইয়ামালের জন্য। এজন্য জিততে হবে একটি ম্যাচ- হারাতে হবে রোনালদোর পর্তুগালকে। পারবেন তো ইয়ামাল? নাকি শেষ হাসিটা শোভা পাবে রোনালদোর মুখে?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত