মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পন্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৬: ১৯

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় হেডিংলি টেস্ট। জয়ের জন্য শেষদিনে আরও ৩৫০ রান করতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে ভারতের দরকার ১০ উইকেট। এই যখন সমীকরণ তখন, পঞ্চম তথা শেষ দিনে মাঠে নামার আগেই ঋষভ পন্তের শাস্তির খবর শুনতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারের পরের ঘটনা। স্বাগতিকদের হয়ে তখন ব্যাট করছিলেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে বল পরিবর্তনের দাবি তোলেন পন্ত। তার এই দাবির প্রেক্ষিতে গেজ ব্যবহার করে বলের আকৃতি পরীক্ষা করেন আম্পায়াররা। পরবর্তীতে বল পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পন্ত। রাগের মাথায় বল মাটিতে ছুঁড়ে মারেন চলতি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেওয়া এই ক্রিকেটার। ওই কাণ্ডে শাস্তি পাবেন সেটা একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। এই নিয়ম ভাঙায় পন্তকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ভারতীয় ক্রিকেটার দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত