ডাকেটকে নিয়ে সুখবর দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ০০

সম্প্রতি ভারতের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড। দল বাজেভাবে সিরিজ শেষ করলেও ফর্মে ছিলেন বেন ডাকেট। ব্যাট হাতে করেন ১৩১ রান। খুব স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার চোট ভাবাচ্ছিল ইংলিশদের। অবশেষে এই ওপেনারকে নিয়ে সুখবর দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সিরিজের শেষ একদিনের ম্যাচে ভারতের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম কুঁচকিতে চোট পান ডাকেট। এজন্য এ্ই ব্যাটারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও ইসিবির মেডিকেল বিভাগ ফিট ঘোষণা করায় ডাকেটকে নিয়ে সব শঙ্কা কেটে গেছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি লিখেছে, ‘ডাকেটের বাম কুঁচকির চোট পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বিভাগ নিশ্চিত হয়েছে যে, ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট আছেন। তিনি খেলতে পারবেন।’

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জস বাটলার অ্যান্ড কোং। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত