আট বছর পর ফিরে যে রেকর্ড গড়লেন নায়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৭: ০৯

ফের ভারতের জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন- এমন কিছুর স্বপ্ন দেখলেও কাজটা যে মোটেও সহজ ছিল না সেটা জানতেন করুন নায়ার। সে কঠিন কাজটিকেই বাস্তবে রূপ দিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। তাতেই একটি রেকর্ড ধরা দিয়েছে তার কাছে।

হেডিংলি টেস্টে আগে ব্যাট করছে ভারত। সফরকারীদের একাদশে আছেন নায়ার। তাতে আট বছরের বেশি সময়ের অপেক্ষা ফুরিয়েছে তার। এর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০১৭ সালের মার্চে। আরও একদফা জাতীয় দলের হয়ে খেলতে নেমে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করে ফেরার রেকর্ড গড়েছেন নায়ার। এই টেস্টের আগে ভারতের হয়ে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন তিনি।

বিজ্ঞাপন

এতোদিন এই রেকর্ডটি ছিল রায়াদ এমরিটের দখলে। ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ইংল্যান্ডের জার্সিতে ৩৮৪টি ম্যাচ মিস করেছেন জো ডেনলি। তালিকার তিনে আছেন তিনি। সেরা পাঁচের বাকি দুজন হলেন ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (৩৮০ ম্যাচ) ও শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াট্টে (৩৭৪ ম্যাচ)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত