স্পোর্টস ডেস্ক
নিউ ইয়র্কে চলছে তারকাদের আধিপত্য। দুর্দান্ত জয়ের ছন্দটা ধরে রেখে ফের হাসলেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেন এ ত্রয়ী তারকা। তিনজনই পেলেন সরাসরি সেটের অনায়াস জয়। দারুণ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডও ভেঙেছেন জোকোভিচ। সঙ্গে নিজের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন কীর্তি।
শেষ ষোলোর লড়াইয়ে কোর্টে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন জান-লেনার্ড স্ট্রুফ। তবে অবাছাই এ জার্মান খেলোয়াড় বেকায়দায় ফেলতে পারেননি ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সার্বিয়ান এ মেগাস্টার সরাসরি জেতেন ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে। লড়াই শুরু হতেই প্রতাপ দেখিয়ে গেছেন জোকোভিচ। তার কাছে পাত্তাই পাননি স্ট্রুফ। ম্যাচে স্ট্রুফের সার্ভিস ভাঙেন জোকোভিচ ছ’বার। যদিও সুযোগ ছিল আটটি। স্ট্রুফ জোকোভিচের একটি সার্ভিস ব্রেক করলেও লাভ হয়নি। ৩৮ বছরের এ মেগাস্টারকে দমাতে পারেননি।
টেনিস প্রেমীরা চোখ জুড়িয়েছেন জোকোভিচের পাফেক্ট সব সার্ভিসের ঝলক উপভোগ করে। ১২টি ‘এস’ সার্ভিস মেরেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সেই কোর্টের লড়াইয়ে একচেটিয়া প্রতাপ বিস্তার করে গেছেন জোকোভিচ। তবে শেষ আটে জোকোভিচ লড়বেন টেলর ফ্রিটজের বিপক্ষে। লড়াইটা হবে চতুর্থ বাছাই এই মার্কিন তারকা বনাম সপ্তম বাছাই জোকোভিচের। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রিটজের কাছে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছিলেন জোকোভিচ।
শেষ আটে নিজের নাম লিখে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন জোকোভিচ। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বয়স্ক (৩৮ বছর ১০২ দিন) খেলোয়াড় হিসেবে এক বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়লেন। ২০২১ ও ২০২৩ মৌসুমেও চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। সঙ্গে আগের বারের রেকর্ডও ভেঙে দেন জোকোভিচ।
ফেদেরারের কীর্তিও ভেঙেছেন জোকোভিচ। এক বছরে চারবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন এ সার্বিয়ান নবমবারে মতো। ফেদেরারের আগের কীর্তি ছিল অষ্টমবারের।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফরাসি প্রতিপক্ষ আর্থার রিন্ডারকনেচকে সরাসরি সেটে ৭-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন আলকারাজ। এ বছর পেলেন ৫৮তম জয়। সবশেষ ২২ ম্যাচের মধ্যে ২১টি জিতেছেন এ স্প্যানিশ তারকা। একমাত্র হার এসেছে উইম্বলডনের ফাইনালে। মেয়েদের এককে শেষ ষোলোর ম্যাচে সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। স্পেনের ক্রিস্টিনা বুকসার বিপক্ষে সরাসরি সেটে ৬-১ ও ৬-৪ জেতেন এ বেলারুশ তারকা।
নিউ ইয়র্কে চলছে তারকাদের আধিপত্য। দুর্দান্ত জয়ের ছন্দটা ধরে রেখে ফের হাসলেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেন এ ত্রয়ী তারকা। তিনজনই পেলেন সরাসরি সেটের অনায়াস জয়। দারুণ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডও ভেঙেছেন জোকোভিচ। সঙ্গে নিজের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন কীর্তি।
শেষ ষোলোর লড়াইয়ে কোর্টে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন জান-লেনার্ড স্ট্রুফ। তবে অবাছাই এ জার্মান খেলোয়াড় বেকায়দায় ফেলতে পারেননি ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিককে। সার্বিয়ান এ মেগাস্টার সরাসরি জেতেন ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে। লড়াই শুরু হতেই প্রতাপ দেখিয়ে গেছেন জোকোভিচ। তার কাছে পাত্তাই পাননি স্ট্রুফ। ম্যাচে স্ট্রুফের সার্ভিস ভাঙেন জোকোভিচ ছ’বার। যদিও সুযোগ ছিল আটটি। স্ট্রুফ জোকোভিচের একটি সার্ভিস ব্রেক করলেও লাভ হয়নি। ৩৮ বছরের এ মেগাস্টারকে দমাতে পারেননি।
টেনিস প্রেমীরা চোখ জুড়িয়েছেন জোকোভিচের পাফেক্ট সব সার্ভিসের ঝলক উপভোগ করে। ১২টি ‘এস’ সার্ভিস মেরেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সেই কোর্টের লড়াইয়ে একচেটিয়া প্রতাপ বিস্তার করে গেছেন জোকোভিচ। তবে শেষ আটে জোকোভিচ লড়বেন টেলর ফ্রিটজের বিপক্ষে। লড়াইটা হবে চতুর্থ বাছাই এই মার্কিন তারকা বনাম সপ্তম বাছাই জোকোভিচের। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রিটজের কাছে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছিলেন জোকোভিচ।
শেষ আটে নিজের নাম লিখে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন জোকোভিচ। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বয়স্ক (৩৮ বছর ১০২ দিন) খেলোয়াড় হিসেবে এক বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়লেন। ২০২১ ও ২০২৩ মৌসুমেও চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। সঙ্গে আগের বারের রেকর্ডও ভেঙে দেন জোকোভিচ।
ফেদেরারের কীর্তিও ভেঙেছেন জোকোভিচ। এক বছরে চারবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন এ সার্বিয়ান নবমবারে মতো। ফেদেরারের আগের কীর্তি ছিল অষ্টমবারের।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফরাসি প্রতিপক্ষ আর্থার রিন্ডারকনেচকে সরাসরি সেটে ৭-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন আলকারাজ। এ বছর পেলেন ৫৮তম জয়। সবশেষ ২২ ম্যাচের মধ্যে ২১টি জিতেছেন এ স্প্যানিশ তারকা। একমাত্র হার এসেছে উইম্বলডনের ফাইনালে। মেয়েদের এককে শেষ ষোলোর ম্যাচে সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। স্পেনের ক্রিস্টিনা বুকসার বিপক্ষে সরাসরি সেটে ৬-১ ও ৬-৪ জেতেন এ বেলারুশ তারকা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৫ ঘণ্টা আগে