আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিএলের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার
এনসিএলের ফাইনাল আজ

দারুণ ছন্দে থেকে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ রংপুর ফাইনালে উঠেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। এলিমিনেটরের পর কোয়ালিফায়ার দুইয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে ফাইনালে খেলবে দলটি। দুই দল দুই রকম পরিস্থিতিতে ফাইনালে উঠলেও তাদের লক্ষ্য এখন শিরোপা জয়। আগের আসরের চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। দুই দলের এই লড়াই শুরু হবে আজ বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। রংপুরের অধিনায়ক আকবর আলী বলেন, ‘ফাইনাল ম্যাচ যদিও, তারপরও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।’

এদিকে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটের কোনো শিরোপার স্বাদ পায়নি খুলনা বিভাগ। লম্বা সময়ের এই শিরোপা খরা কাটাতে মরিয়া হয়ে আছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকেই আমাদের খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এই ট্রফিটা আমরা নিতে চাই। নতুন একটা ম্যাচ (ফাইনাল), চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। ডে ওয়ান থেকেই আমাদের প্রতিটি খেলোয়াড়ের মোটিভেশন এটাই ছিল যে আমরা খুলনাকে ট্রফিটা উপহার দিতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বৃত্তির রোডম্যাপ চায় ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবিরের ৮ দিনের আল্টিমেটাম

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

এলাকার খবর
খুঁজুন