
স্পোর্টস রিপোর্টার

দারুণ ছন্দে থেকে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ রংপুর ফাইনালে উঠেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। এলিমিনেটরের পর কোয়ালিফায়ার দুইয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে ফাইনালে খেলবে দলটি। দুই দল দুই রকম পরিস্থিতিতে ফাইনালে উঠলেও তাদের লক্ষ্য এখন শিরোপা জয়। আগের আসরের চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। দুই দলের এই লড়াই শুরু হবে আজ বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। রংপুরের অধিনায়ক আকবর আলী বলেন, ‘ফাইনাল ম্যাচ যদিও, তারপরও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।’
তিনি আরো বলেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।’
এদিকে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটের কোনো শিরোপার স্বাদ পায়নি খুলনা বিভাগ। লম্বা সময়ের এই শিরোপা খরা কাটাতে মরিয়া হয়ে আছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকেই আমাদের খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এই ট্রফিটা আমরা নিতে চাই। নতুন একটা ম্যাচ (ফাইনাল), চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। ডে ওয়ান থেকেই আমাদের প্রতিটি খেলোয়াড়ের মোটিভেশন এটাই ছিল যে আমরা খুলনাকে ট্রফিটা উপহার দিতে চাই।’

দারুণ ছন্দে থেকে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ রংপুর ফাইনালে উঠেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। এলিমিনেটরের পর কোয়ালিফায়ার দুইয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে ফাইনালে খেলবে দলটি। দুই দল দুই রকম পরিস্থিতিতে ফাইনালে উঠলেও তাদের লক্ষ্য এখন শিরোপা জয়। আগের আসরের চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। দুই দলের এই লড়াই শুরু হবে আজ বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। রংপুরের অধিনায়ক আকবর আলী বলেন, ‘ফাইনাল ম্যাচ যদিও, তারপরও আমি বলব এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।’
তিনি আরো বলেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।’
এদিকে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটের কোনো শিরোপার স্বাদ পায়নি খুলনা বিভাগ। লম্বা সময়ের এই শিরোপা খরা কাটাতে মরিয়া হয়ে আছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকেই আমাদের খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এই ট্রফিটা আমরা নিতে চাই। নতুন একটা ম্যাচ (ফাইনাল), চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। ডে ওয়ান থেকেই আমাদের প্রতিটি খেলোয়াড়ের মোটিভেশন এটাই ছিল যে আমরা খুলনাকে ট্রফিটা উপহার দিতে চাই।’

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৭ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
১১ ঘণ্টা আগে
কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। প্রথম দিন প্রতাপ দেখান জাসপ্রিত বুমরাহ। ফাইফার তুলে নিয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছিলেন অল্পতেই (১৫৯)। আজ দ্বিতীয় দিনে এসে বল হাতে আধিপত্য বিস্তার করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হার্মার আর ফাস্ট বোলার মার্কো জানসেন।
১২ ঘণ্টা আগে