বিসিবির কেন্দ্রীয় চুক্তি

সবচেয়ে বেশি বেতন তাসকিনের, সরে গেলেন রিয়াদ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০: ৩০
আপডেট : ১০ মার্চ ২০২৫, ২২: ৩৫

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী এক বছরের চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাবেন তাসকিন আহমেদ।

নতুন চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম। এ ছাড়া শুধুমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন রিয়াদ। চলতি বছরের মার্চ থেকে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না।

বিজ্ঞাপন

গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে বিদায় জানানো মুশফিক এখন খেলবেন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে। বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য। মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে বেতন পাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

পাঁচ ক্যাটাগরিতে ২২জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বিসিবি। সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরি আছেন শুধুমাত্র তাসকিন আহমেদ। সবচেয়ে বেশি ১০ লাখ টাকা বেতন পাবেন তিনি। এ ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের বেতন ৮ লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে বিসিবি বেতন নির্ধারণ করেছে ৬ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদি। দুই লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা

এ প্লাস-ক্যাটাগরি

তাসকিন আহমেদ

এ-ক্যাটাগরি

নাজমুল হোসেন শান্ত

মেহেদি হাসান মিরাজ

লিটন কুমার দাস

মুশফিকুর রহিম

বি-ক্যাটাগরি

মুমিনুল হক

তাইজুল ইসলাম

মাহমুদউল্লাহ রিয়াদ

মোস্তাফিজুর রহমান

তাওহিদ হৃদয়

হাসান মাহমুদ

নাহিদ রানা

সি-ক্যাটাগরি

সাদমান ইসলাম

সৌম্য সরকার

জাকের আলী অনিক

তানজিদ হাসান তামিম

শরিফুল ইসলাম

রিশাদ হোসেন

তানজিম হাসান সাকিব

শেখ মাহেদি।

ডি-ক্যাটাগরি

নাসুম আহমেদ

সৈয়দ খালেদ আহমেদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত