পাকিস্তানের বিদায়

জেলে বসেও ক্ষুব্ধ ইমরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৫

জেলে সময় কাটছে ইমরান খানের। নিঃসন্দেহে এটা তার জীবনের অন্যতম বাজে অধ্যায়। ব্যক্তিগত জীবনে বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও পাকিস্তান ক্রিকেটকে এখনও বুকে ধারণ করছেন। তাইতো চ্যাম্পিয়নস ট্রফিতে নিজ দেশের দুর্দশার চিত্র সহ্য করতে পারছেন না এই কিংবদন্তি ক্রিকেটার।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ২ ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আয়োজক পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানদের এমন পারফরম্যান্স দেশটির ক্রিকেটের জন্য হুমকি বলে মনে করছেন ইমরান। সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটের দুঃসময়ের জন্য পিসিবির সভাপতি মহসিন নাকভির দিকে আঙুল তোলেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ইমরান। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছর কারাদন্ড হয় তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ভাষ্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার বোন আলিমা খান, ‘ইমরান বলেছেন, পছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে রাখা হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’

আলিমা আরও বলেন, ‘ইমরান বলেছিলেন যে পাকিস্তানে মহসিন নাকভির মতো এতো বেশি পদে কেউ নেই। নাকভি যখন মুখ্যমন্ত্রী নিযুক্ত হন, তিনি অবিচার করেছিলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পরও একই কাজ করেছেন। তিনি যে পদেই নিযুক্ত হন না কেন, তিনি তা নিয়ে গণ্ডগোল পাকান।’

চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পন বেশি পুড়িয়েছে ইমরানকে। এই বিষয়ে আলিমা বলেন, ‘ভারতের কাছে পাকিস্তানের হার দেখে ইমরান খান কষ্ট পেয়েছেন। তিনি আরও বলেন, পিসিবির সভাপতি নাকভিকে জিজ্ঞাসা করা উচিত যে, ক্রিকেট সম্পর্কে তার অভিজ্ঞতা কেমন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত