আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশকে শিরোপা উৎসর্গ করলেন রোহিত

স্পোর্টস ডেস্ক

দেশকে শিরোপা উৎসর্গ করলেন রোহিত

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। সেরা আট দলের টুর্নামেন্টের এই শিরোপা দেশের মানুষদের উৎসর্গ করেছেন ম্যান ইন ব্লুদের অধিনায়ক রোহিত শর্মা।

বরাবরের মতো সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও দেশের মানুষদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে ভারতীয় দল। যেটা মুগ্ধ করেছে রোহিতকে। তিনি বলেন, ‘দেশকে এই শিরোপা উৎসর্গ করছি। আমি জানি দেশের মানুষ কিভাবে আমাদের পাশে আছে, তারা কতটা আমাদের ভালো চায়। তাই এই শিরোপা গোটা দেশের মানুষের জন্য।’

বিজ্ঞাপন

রোহিত আরও বলেন, ‘কোনো দল টুর্নামেন্টের ফাইনাল জিতলে, বিশেষ করে দলটি যদি হয় ভারত, তাহলে তো টুর্নামেন্টজুড়ে আমাদের জন্য প্রবল সমর্থন থাকে। এমন একটি শিরোপা জিতলে খুব স্বাভাবিকভাবেই সবাই খুশি হয়। সবার মনে হয় যে দেশের জন্য কিছু করতে পেরেছি। সামনের দিনগুলোতেও দেশের জন্য এমন কিছু করার চেষ্টা চালিয়ে যাব।’

নিজেদের লক্ষ্য নিয়ে রোহিত বলেন, ‘আমরা যখন যেখানেই খেলি না কেন, সব সময় চেষ্টা থাকে ম্যাচ জেতার। কিভাবে জিতব সে পরিকল্পনা করা হয়। আমরা জেতার চেষ্টা করে যায়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...