চ্যাম্পিয়নস ট্রফি

ব্যাটে-বলে সেরা যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৫: ৪৯
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬: ২২

আরও একবার ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে চার উইকেটে হেরেছে মিচেল স্যান্টনারের দল। চ্যাম্পিয়ন না হতে পারলেও টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার-বোলাররা।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রাচিন রবীন্দ্র। দুই সেঞ্চুরিতে ২৬৩ রান করেছেন তিনি। ২৪৩ রান নিয়ে তালিকার দুইয়ে আছেন চ্যাম্পিয়ন দলের শ্রেয়াশ আইয়ার। ২২৭ রান করেছেন বেন ডাকেট। তিনে অবস্থান করছেন তিনি। ২২৫ রান করে চারে আছেন জো রুট। সেরা পাঁচে সবার শেষে অবস্থান করছেন বিরাট কোহলি। ২১৮ রান এসেছে ভারতের সাবেক অধিনায়কের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

সেরা বোলার হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। এই পেসারের শিকার ১০ উইকেট। ভরুন চক্রবর্তী, মোহাম্মদ শামি, স্যান্টনার নিয়েছেন সমান নয় উইকেট। যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন তারা। আট উইকেট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছেন মাইকেল ব্রেসওয়েল।

সেরা পাঁচ ব্যাটার:

রাচিন রবীন্দ্র ২৬৩ রান

শ্রেয়াশ আইয়ার ২৪৩ রান

বেন ডাকেট ২২৭ রান

জো রুট ২২৫ রান

বিরাট কোহলি ২১৮ রান

সেরা পাঁচ বোলার:

ম্যাট হেনরি ১০ উইকেট

ভরুণ চক্রবর্তী ৯ উইকেট

মোহাম্মদ শামি ৯ উইকেট

মিচেল স্যান্টনার ৯ উইকেট

মাইকেল ব্রেসওয়েল ৮ উইকেট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত