চ্যাম্পিয়নস লিগ

অচেনা প্রতিপক্ষের বিপক্ষে নামছে রিয়াল-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০০

চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দুদলই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে। রিয়াল খেলবে কাজাখস্তানের ক্লাব কাইরাতের বিপক্ষে তাদেরই মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাতে ১০টা ৪৫ মিনিটে। বায়ার্ন লড়বে সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে। ম্যাচে স্বাগতিক পাফোস। ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়।

মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের পরাজয়ের পর চ্যাম্পিয়নস লিগে নামছে রিয়াল। এই ম্যাচে অবশ্যই রিয়াল যোজন যোজন এগিয়ে থাকবে। নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ফরাসি ক্লাব মার্শেইকে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তিন পয়েন্ট পাওয়া দলটি কাইরাতের বিপক্ষে পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ তারকা দানি কারভাহালকে। আগের ম্যাচেই লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কারভাহাল।

বিজ্ঞাপন

কাইরাতকে মোটেই হেলাফেলা করা যাবে না। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে আসা দলটি কাজাখস্তানের মাত্র দ্বিতীয় দল হিসেবে ইউরোপের রাজকীয় এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। প্রথম ম্যাচে তারা স্পোর্টিংয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে। রিয়ালের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য জয়ে ফেরার লড়াই। এর আগে কখনোই কোনো ম্যাচে কাইরাতের মুখোমুখি হয়নি রিয়াল। এই ম্যাচে রিয়ালের কোচ জাভি আলোনসো হালকাভাবে নিচ্ছেন না কাইরাতকে। এই ম্যাচে আলেক্সান্ডার ট্রেন্ট আর্নল্ড ও কারভাহালের জায়গায় খেলতে পারেন ফেদে ভালভার্দে ও রাউল এসেন্সিও। দেখা যেতে পারে তরুণ ডেভিড জিমিনেজকে।

একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্নও। তাদের প্রতিপক্ষ সাইপ্রাসের প্রথম বিভাগের ক্লাব পাফোস। এই ম্যাচে বায়ার্ন নিশ্চিতভাবেই এগিয়ে তবে সাইপ্রাসের দলটিও কম যাবে না। তারা তাদের সবশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে। এদিকে ইউরোপে সেরার আসরে চেলসিকে হারিয়ে যাত্রা শুরু করেছে বায়ার্ন। পাফোসও নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে গ্রিকের ক্লাব অলিম্পিয়াকোসকে। এবার দেখার পালা মাঠের লড়াইয়ে কী হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত