আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ দল। ফলে দল হিসেবে খানিকটা প্রস্তুতির ঘাটতির কথা উঠতেই পারে। তবে তেমন কোনো চিন্তা করছেন না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো হলে সেটা দলের জন্যই লাভ। পাশাপাশি বিপিএলে যারা খেলবে তাদের কাছে সেরা পারফরম্যান্স চান লিটন।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর পুরস্কার বিতরণীর মঞ্চে কথা বলেন লিটন দাস। সেখানেই বিপিএল নিয়ে কথা বলেন। তার কথায়, ‘যারা বিপিএলে খেলবে, তারা যদি শতভাগ ক্রিকেট খেলে, তাহলে সেটা বাংলাদেশ দলকেই সাহায্য করবে। আমি চাই, আমাদের খেলোয়াড়রা বিপিএলে ভালো করবে। পাশাপাশি যারা জাতীয় দলে আসবে, তারা ভালো করবে। একই কাজ করবে তারা।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ব্যাট-বলে দারুণ খেলেছে বাংলাদেশ। তাতে বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘সব বোলার ভালো করেছে। বিশেষ করে মাঝের ওভারে। যেভাবে রিশাদ ও শেখ মাহেদ ভালো করেছে এটা দারুণ। তারা আমাদের মূল বোলার। তারা দায়িত্ব নিতে জানে।’
ছোট লক্ষ্যে খেলতে নেমে ব্যাটারদের উদ্দেশে কী বার্তা ছিল সেটা নিয়ে অধিনায়ক বলেন, ‘উইকেট খানিকটা ধীর ছিল। আমি ব্যাটারদের বলেছিলাম, স্বাভাবিক খেলাটা খেলতে। যদি পাওয়ার প্লেতে ৩০-৪০ রান আসত তাহলে পরে রান করা সহজ হতো। মাঝে মধ্যে এই ছোট লক্ষ্যও কঠিন হয়। তাই স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা ছিল আমাদের।’

