ইউনাইটেড নিয়ে আমোরিমের ‘বড় লক্ষ্য’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২: ২৯

স্পোর্টিং সিপি ছেড়ে ২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রুবেন আমোরিম। তার সঙ্গে ক্লাবটির চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। যদিও ম্যানচেস্টারের ক্লাবটি ঘিরে এই পর্তুগিজ কোচের লক্ষ্য অনেক বড়। ২০ বছর ইউনাইটেডের কোচিং করাতে চান তিনি।

আমোরিমের অধীনে গত মৌসুমের অর্ধেকের বেশি সময় খেলেছে ইউনাইটেড। যদিও তার অধীনেও ভাগ্য বদলায়নি জায়ান্টদের। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র সাতটিতে। ১৫ নম্বরে থেকে সবশেষ লিগ মৌসুম শেষ করে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এতো নিচে থেকে কখনও মৌসুম শেষ করেনি তারা।

বিজ্ঞাপন

এর আগে সবশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ইউনাইটেড। অন্যদিকে ২০০৮ সালে সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবটি। আমোরিমের বিশ্বাস- আবারও স্বর্ণালী সময় ফিরবে ইউনাইটেডে।

এক সাক্ষাৎকারে আমোরিম বলেন, ‘আমি ২০ বছর ইউনাইটেডে থাকতে চাই। আমার লক্ষ্য এমনই। আমি বিশ্বাস করি এটা পারব। কিছু না কিছু তো হবেই। কোনো কোনো সময় ভাগ্য আমার হয়ে কথা বলবে। কোচ হিসেবে অনেক সময়ই ভাগ্য আমার হয়ে কথা বলেছে। আমি লক্ষ্য লম্বা সময় ইউনাইটেডে থাকতে চাই। আমি এটাও জানি যে ফলাফল এটা নির্ধারণ করবে। আমি নতুনকরে শুরুর জন্য প্রস্তুত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত