পাকিস্তান সফরে ১৯ উইকেট

জানুয়ারির সেরা হলেন ওয়ারিক্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৬

জানুয়ারির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি। পুরুষ ক্যাটাগরিতে পুরস্কারটি জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।

জানুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার পথে পাকিস্তানের স্পিনার নোমান আলি ও ভারতের ভরুণ চক্রবর্তীকে পেছনে ফেলেছেন ওয়ারিক্যান। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

বিজ্ঞাপন

পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ১৯ উইকেট নেন ওয়ারিক্যান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে ফেরান ৭ ব্যাটারকে। ইনিংসের হিসেবে এখন পর্যন্ত এটা তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকটে নেন। সে ম্যাচে ১২০ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে পিছিয়ে পড়ার পরও ১-১ সমতায় সিরিজ শেষ করে ক্যারিবিয়ানরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত