সিরিজ জয়ের লক্ষ্য লিটনের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৮: ৪৯

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ এখনো কাটেনি বাংলাদেশের। এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ খেলতে নামছে ফিল সিমন্সের শিষ্যরা। দল বদলালেও লক্ষ্য একই রেখে আগাচ্ছেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে চান তিনি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আসন্ন সিরিজটা যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন লিটন। তাই শ্রীলঙ্কা সিরিজের পুনরাবৃত্তি ঘটাতে পাকিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘চেষ্টার তো কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে, একই গোল থাকবে, সিরিজ জেতার। বাট পার্টিকুলারলি ম্যাচে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত