ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে যা বললেন ব্রুক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২০: ৩৮

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে বেছে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের দুই ফরম্যাটের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন তারকা ব্যাটার।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়েন জস বাটলার। তার স্থলাভিষিক্ত হওয়া ব্রুকের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসের শেষদিকে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রুক বলেন, ‘ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়াটা অনেক বেশি সম্মানের। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার এবং কোনো একদিন অধিনায়ক হওয়ার।’

ডানহাতি ব্যাটার আরও বলেন, ‘সেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের প্রতিভার অভাব নেই। আমি অধিনায়ক হিসেবে শুরু করার জন্য অপেক্ষায় আছি। দলকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সিরিজ ও বড় টুর্নামেন্ট জেতাতে চাই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত