মেসি জাদুতে জয়ে ফিরল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮: ৪৩
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৫: ২৮

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্যে টানা ৫ জয় তুলে নিয়েছিল ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন অধিনায়ক কিছু না করতে পারায় সিনসিনাটির কাছে হেরে জয়রথ থামে ফ্লোরিডার ক্লাবটির। হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এক ম্যাচ পরই দুর্দান্ত ছন্দে ফিরলেন মেসি। এই ফরোয়ার্ডের জাদুকরী পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারাল হ্যাভিয়ের মাশচেরানোর দল।

বিজ্ঞাপন

রেড বুল অ্যারেনায় জয়ে ফেরার দিনে দাপুটে ফুটবল উপহার দিয়েছে মিয়ামি। বল দখল, আক্রমণ, প্লেসিং, পাসিং- সবকিছুতেই আধিপত্য ছিল সফরকারী দলের। গোলমুখে তাদের নেওয়া ১৩ শটের মধ্যে আটটি লক্ষ্যে ছিল। এর মধ্যে পাঁচটাই জালের ঠিকানা খুঁজে নেয়। বিপরীতে মিয়ামির লক্ষ্য বরাবর দুটি শট নিয়ে একটিতে সফলতা পায় রেড বুল। মিয়ামির জয়ে ফেরার দিনে দুইবার জালে বল জড়ান মেসি। পাশাপাশি সতীর্থ জর্ডি আলবাকে দিয়ে করান আরো একটি। এছাড়া অতিথিদের হয়ে বাকি গোল দুটি করেন সেগোভিয়া।

জিতলেও শুরুতেই পিছিয়ে পড়েছিল মিয়ামি। ১৪তম মিনিটে হ্যাকের গোলে এগিয়ে যায় রেড বুল। ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি মিয়ামি। ২৪ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে কয়েকজনের চ্যালেঞ্জ উতরে জটলার ভেতর দিয়ে বাঁ দিকে আলবাকে পাস দেন মেসি। নিখুঁত ফিনিশিংয়ে জালে বল জড়ান আলবা। তিন মিনিট পর সেগোভিয়ার কল্যাণে প্রথমবারের মতো লিড নেয় অতিথিরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্কোরলাইন ৩-১ করেন সেগোভিয়া।

৬০ মিনিটে সার্জিও বুসকেটসের সহায়তায় মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মেসি। ১৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে শেষ গোলের দেখা পান সাবেক পিএসজি তারকা। তার এই গোলে সহায়তা করেন সতীর্থ এবং বন্ধু লুইস সুয়ারেজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত