স্পোর্টস ডেস্ক
বিশ্বরেকর্ড যেন মুড়ি-মুড়কির ব্যাপার তার কাছে। বিশ্বরেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়বেন- এটা যেন সহজ কাজ আরমান্ড ডুপ্লান্টিসের জন্য। তার প্রমাণও রাখলেন হাঙ্গেরির বুদাপেস্ট মিটে। পোলভল্টে বিশ্বরেকর্ড ভাঙলেন এ নিয়ে ১৩ বারের মতো। মঙ্গলবার ডুপ্লান্টিস নিজেই ভাঙলেন নিজের বিশ্বরেকর্ড।
পোল হাতে ৬.২৯ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের এই কিংবদন্তি অ্যাথলেট। গত জুনে স্টকহোমে বিশ্বরেকর্ড গড়েছিলেন ৬.২৮ মিটার উচ্চতায় লাফিয়ে। এবার তারচেয়ে এক সেন্টিমিটার বেশি উচ্চতায় লাফিয়ে লিখেছেন নয়া ইতিহাস। বুদাপেস্ট মিটে দ্বিতীয় চেষ্টায় এই কীর্তি গড়েছেন ডুপ্লান্টিস।
২০২৫ সালে এ নিয়ে তৃতীয়বার রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট-ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন ২৫ বছরের এই সুপারস্টার। বুদাপেস্টে বিশ্বরেকর্ড গড়ার পথে লাফানোর সময় ডুপ্লান্টিসের পা ও পেট বার স্পর্শ করেছিল। তবে এতে কোনো সমস্যা হয়নি। কেননা, এরপরও তার লাফানো ছিল আইনসিদ্ধ।
প্রথম পোলভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন সের্গেই বুবকা। ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার কৃতিত্বটা দেখিয়েছিলেন ১৯৮৫ সালের ১৩ জুলাই। পোলভল্টের ইতিহাসে পরে সব মিলিয়ে বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। তার মধ্যে বুবকা ভাঙেন ১২ বার। ১৩ বার বিশ্বরেকর্ড ভেঙে ডুপ্লান্টিস ছাড়িয়ে গেছেন বুবকাকে। ডুপ্লান্টিস প্রথম বিশ্বরেকর্ড ভাঙেন ২০২০ সালে, ৬.১৭ মিটার লাফিয়ে। তাদের দুজনের মাঝে একবার বিশ্বরেকর্ড ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি।
বুদাপেস্ট মিটে পোলভল্টের স্বর্ণপদক জিতেছেন ডুপ্লান্টিস গ্রিসের ইমানুয়েল কারালিসের হৃদয় ভেঙে। দুবারের এ অলিম্পিক চ্যাম্পিয়ন পোলভল্টে পেলেন এ নিয়ে টানা ৩৩ জয়। ডুপ্লান্টিস সর্বশেষ স্বর্ণ হাতছাড়া করেছিলেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়।
বিশ্বরেকর্ড যেন মুড়ি-মুড়কির ব্যাপার তার কাছে। বিশ্বরেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়বেন- এটা যেন সহজ কাজ আরমান্ড ডুপ্লান্টিসের জন্য। তার প্রমাণও রাখলেন হাঙ্গেরির বুদাপেস্ট মিটে। পোলভল্টে বিশ্বরেকর্ড ভাঙলেন এ নিয়ে ১৩ বারের মতো। মঙ্গলবার ডুপ্লান্টিস নিজেই ভাঙলেন নিজের বিশ্বরেকর্ড।
পোল হাতে ৬.২৯ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের এই কিংবদন্তি অ্যাথলেট। গত জুনে স্টকহোমে বিশ্বরেকর্ড গড়েছিলেন ৬.২৮ মিটার উচ্চতায় লাফিয়ে। এবার তারচেয়ে এক সেন্টিমিটার বেশি উচ্চতায় লাফিয়ে লিখেছেন নয়া ইতিহাস। বুদাপেস্ট মিটে দ্বিতীয় চেষ্টায় এই কীর্তি গড়েছেন ডুপ্লান্টিস।
২০২৫ সালে এ নিয়ে তৃতীয়বার রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট-ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন ২৫ বছরের এই সুপারস্টার। বুদাপেস্টে বিশ্বরেকর্ড গড়ার পথে লাফানোর সময় ডুপ্লান্টিসের পা ও পেট বার স্পর্শ করেছিল। তবে এতে কোনো সমস্যা হয়নি। কেননা, এরপরও তার লাফানো ছিল আইনসিদ্ধ।
প্রথম পোলভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন সের্গেই বুবকা। ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার কৃতিত্বটা দেখিয়েছিলেন ১৯৮৫ সালের ১৩ জুলাই। পোলভল্টের ইতিহাসে পরে সব মিলিয়ে বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। তার মধ্যে বুবকা ভাঙেন ১২ বার। ১৩ বার বিশ্বরেকর্ড ভেঙে ডুপ্লান্টিস ছাড়িয়ে গেছেন বুবকাকে। ডুপ্লান্টিস প্রথম বিশ্বরেকর্ড ভাঙেন ২০২০ সালে, ৬.১৭ মিটার লাফিয়ে। তাদের দুজনের মাঝে একবার বিশ্বরেকর্ড ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি।
বুদাপেস্ট মিটে পোলভল্টের স্বর্ণপদক জিতেছেন ডুপ্লান্টিস গ্রিসের ইমানুয়েল কারালিসের হৃদয় ভেঙে। দুবারের এ অলিম্পিক চ্যাম্পিয়ন পোলভল্টে পেলেন এ নিয়ে টানা ৩৩ জয়। ডুপ্লান্টিস সর্বশেষ স্বর্ণ হাতছাড়া করেছিলেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়।
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে