বিশ্বরেকর্ড ভেঙে ডুপ্লান্টিসের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১: ২৯
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১: ৩৩

বিশ্বরেকর্ড যেন মুড়ি-মুড়কির ব্যাপার তার কাছে। বিশ্বরেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়বেন- এটা যেন সহজ কাজ আরমান্ড ডুপ্লান্টিসের জন্য। তার প্রমাণও রাখলেন হাঙ্গেরির বুদাপেস্ট মিটে। পোলভল্টে বিশ্বরেকর্ড ভাঙলেন এ নিয়ে ১৩ বারের মতো। মঙ্গলবার ডুপ্লান্টিস নিজেই ভাঙলেন নিজের বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

পোল হাতে ৬.২৯ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের এই কিংবদন্তি অ্যাথলেট। গত জুনে স্টকহোমে বিশ্বরেকর্ড গড়েছিলেন ৬.২৮ মিটার উচ্চতায় লাফিয়ে। এবার তারচেয়ে এক সেন্টিমিটার বেশি উচ্চতায় লাফিয়ে লিখেছেন নয়া ইতিহাস। বুদাপেস্ট মিটে দ্বিতীয় চেষ্টায় এই কীর্তি গড়েছেন ডুপ্লান্টিস।


২০২৫ সালে এ নিয়ে তৃতীয়বার রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট-ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন ২৫ বছরের এই সুপারস্টার। বুদাপেস্টে বিশ্বরেকর্ড গড়ার পথে লাফানোর সময় ডুপ্লান্টিসের পা ও পেট বার স্পর্শ করেছিল। তবে এতে কোনো সমস্যা হয়নি। কেননা, এরপরও তার লাফানো ছিল আইনসিদ্ধ।


প্রথম পোলভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন সের্গেই বুবকা। ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার কৃতিত্বটা দেখিয়েছিলেন ১৯৮৫ সালের ১৩ জুলাই। পোলভল্টের ইতিহাসে পরে সব মিলিয়ে বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। তার মধ্যে বুবকা ভাঙেন ১২ বার। ১৩ বার বিশ্বরেকর্ড ভেঙে ডুপ্লান্টিস ছাড়িয়ে গেছেন বুবকাকে। ডুপ্লান্টিস প্রথম বিশ্বরেকর্ড ভাঙেন ২০২০ সালে, ৬.১৭ মিটার লাফিয়ে। তাদের দুজনের মাঝে একবার বিশ্বরেকর্ড ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি।


বুদাপেস্ট মিটে পোলভল্টের স্বর্ণপদক জিতেছেন ডুপ্লান্টিস গ্রিসের ইমানুয়েল কারালিসের হৃদয় ভেঙে। দুবারের এ অলিম্পিক চ্যাম্পিয়ন পোলভল্টে পেলেন এ নিয়ে টানা ৩৩ জয়। ডুপ্লান্টিস সর্বশেষ স্বর্ণ হাতছাড়া করেছিলেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত