চোটে বিপিএল শেষ

কর্নওয়ালের জন্য সিলেটের সুস্থতা কামনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৮

চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের বাকি অংশে আর খেলতে পারবেন না রাহকিম কর্নওয়াল। ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্স শিবির ছেড়েছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় কর্নওয়ালের সুস্থতা কামনা করেছে সিলেট।

সিলেট শিবির ছাড়ার আগে বিপিএলে তিন ম্যাচ খেলেন কর্নওয়াল। যেখানে ব্যাট হাতে করেন ২২ রান। এছাড়া বল হাতে তার শিকার চার উইকেট।

বিজ্ঞাপন

কর্নওয়ালের চোটের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেইজে একটি ভিডিও পোস্ট করে সিলেট। ক্যাপশনে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাহকিম কর্নওয়াল বিপিএল ছেড়ে যাচ্ছেন।’

‘মাঠ ও মাঠের বাইরে দারুণ সব মুহূর্তের জন্য কর্নওয়ালকে ধন্যবাদ। তোমার সুস্থতা কামনা করছি। আশা করছি খুব দ্রুতই চোট কাটিয়ে ফিরে আসবে। বাংলাদেশ তোমাকে মিস করবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত