খালেদের ফাইফার, সোহানের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০২: ০০
নুরুল হাসান সোহান, ছবি : বিসিবি

দিনের শুরুতে নিউজিল্যান্ড ‘এ’ দলের দুই ব্যাটার ক্রিস্টিয়ান ক্লার্ক ও মিচ হেকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন খালেদ আহমেদ। তাতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে কিউইদের ইনিংস থামে ২৫৬ রানে। আগের দিনের ২২৬ রানের সঙ্গে দ্বিতীয় দিনের শুরুতে কিউইরা যোগ করতে পেরেছিল মাত্র ৩০ রান।

প্রথম ইনিংসে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়ার সুবাদে বাংলাদেশ ‘এ’ দলের সামনে সুযোগ ছিল দারুণ কিছু করার। তবে কিউই বোলারদের দাপটে মাত্র ২৪৯ রান তুলতে ৮ উইকেট হারিয়ে বসেছে নুরুল হাসান সোহানের দল। তাতে প্রথম ইনিংসে এখনো ৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে খেলতে নেমে ৮১ রান তুলতে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সোহান। উইকেটে একরকম ঝড় তুলে ৮৮ বলে করেন ১০৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করে আসে মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসানের ব্যাটে।

ঝড়ো ইনিংস খেলা সোহান হাঁকান ১১ চার ও ৫ ছক্কা। দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামবেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার হাসান মুরাদ ও ইবাদত হোসেন। মুরাদ ১৩ ও ইবাদত ১ রানে অপরাজিত আছেন। তাদের ব্যাটে ভর করে তৃতীয় দিনে লিড নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ ‘এ’ দল।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত