আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এফএ কাপ

আর্সেনালের জয়, লজ্জার রেকর্ড ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক

আর্সেনালের জয়, লজ্জার রেকর্ড ম্যানইউয়ের

এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল। তবে লজ্জার মুখে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের দল পোর্টসমাউথের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। তাদের হয়ে হ্যাটট্রিক করেছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল। এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে ৪৪ বছর পর এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল তারা।

১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথমবার একই মৌসুমে দুই ঘরোয়া কাপ থেকেই শুরুতেই বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে লিগ টু ক্লাব গ্রিমসবির কাছে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছিল। তাদের সামনে শুধু প্রিমিয়ার লিগ। শেষ সাত ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইউনাইটেডের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে ম্যাচ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কোচের নাম ঘোষণার কথা রয়েছে ক্লাবটির।

বিজ্ঞাপন

অন্য ম্যাচগুলোয় জয় পেয়েছে চেলসি ও লিডস ইউনাইটেড। চেলসির জয়টা এসেছে বড় ব্যবধানে। চার্লটন অ্যাথলেটিককে তারা হারিয়েছে ৫-১ ব্যবধানে। চেলসির হয়ে গোল পাঁচটি করেছেন জোরেল হাতো, তোসিন আদারাবিয়ো, মার্ক গুয়েহি, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি আসে লিয়েবার্নের পা থেকে। এদিকে, হাল সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচটি ড্র হয়েছে। ওয়ালসেলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নরউইচ সিটি। আর সাত গোলের নাটকীয় ম্যাচে ম্যান্সফিল্ড টাউনের কাছে ৪ গোল হজম করে জয়বঞ্চিত থাকে শেফিল্ড ইউনাইটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন