আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ ডিআরএস!

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ ডিআরএস!

ম্যাচ চলাকালে হুট করে বন্ধ হয়ে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ। তবে দিনের খেলায় বন্ধ হওয়া সেটা টের পাওয়া যায়নি খুব একটা। তবে বিদ্যুৎ না থাকাকালীন বন্ধ ছিল মাঠের জায়ান্ট স্ক্রিন ও ডিআরএস সিস্টেম।

সে সময় একবার করে মোট দুবার রিভিউ নিতে চেয়েছিল রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। রংপুর রিভিউ নিয়েছিল, কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় সেটা কার্যকর হয়নি। আর সিলেট টাইটান্সের আরিফুল ইসলাম ভুল আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভ্রাটের কারণে রিভিউ নেওয়ার সুযোগ না থাকায় আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিপক্ষে করতে পারেননি আপিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন