গর্ভে সাত মাসের সন্তান, তবুও ম্যারাথনে দৌড়ালেন হোসেলিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৫: ০০

গর্ভে সাত মাসের সন্তান! কিন্তু হোসেলিন ব্রেয়া থেমে নেই। এখনো দৌড়ে চলেছেন। স্প্রিন্টের প্রতি তার ভালোবাসা এখনো আগের মতোই অটুট। দৌড় যে তার রক্তে মিশে আছে। যে কারণে অন্য সবকিছু ছাড়লেও দৌড় ছাড়তে পারেন না। যার প্রমাণ তিনি দিয়েছেন সম্প্রতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায়।

বিজ্ঞাপন

অবিশ্বাস্য আর বিস্ময়কর হলেও সত্যি, গর্ভে সন্তান নিয়েই ১০ কিলোমিটার পথ দৌড়েছেন। হাসিমুখেই দৌড় শেষ করেছেন। মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ডের টাইমিং গড়ে দৌড় শেষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ভেনেজুয়েলার এই নারী দৌড়বিদ।

৩১ বছরের এই অ্যাথলেট কারাকাস রক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কেড়েছেন সবার।
রাস্তায় যখন ছুটেছেন, তখন রাস্তার দুই পাশের দর্শক তুমুল করতালি দিয়ে হোসেলিনকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সহ-অ্যাথলেটরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।


পদক জেতার জন্য অবশ্য দৌড়ে অংশ নেননি। তারপরও মিনি ম্যারাথনের নারী বিভাগে হোসেলিন হয়েছেন ১২তম। তবে স্বর্ণপদক গেছে হোসেলিনের পরিবারের এক সদস্যেরই হাতে। তার ছোট বোন এদিমার ব্রেয়াই সেরা হয়েছেন দৌড়ে! চ্যাম্পিয়ন এদিমার ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নিয়েছেন ৩৪ মিনিট ৩ সেকেন্ড।
হোসেলিনের জন্ম স্পেনের ভ্যালেন্সিয়ায়। কিন্তু মা-বাবার সূত্রে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশ নেন ভেনেজুয়েলার হয়ে। দ্বৈত নাগরিকত্ব আছে তার।

২০২৩ সালে স্প্যানিশ ক্রস-কান্ট্রি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২২ সালে আলকোবেন্দাস ও সান মার্তিনো দে অরেনসে প্রতিযোগিতাতেও স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন।
১০ কিলোমিটার দৌড়ে হোসেলিনের সেরা টাইমিং ৩২ মিনিট ৫ সেকেন্ড। ২০২৩ সালে ৫ কিলোমিটার দৌড় শেষ করেছিলেন ১৪ মিনিট ৩৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে। স্পেনের জাতীয় রেকর্ড হলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি তার এই অর্জন।


দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হোসেলিন লেখেন, ‘আসলে মজা করেই দৌড়েছিলাম। কারণ, কারাকাস রক আমার পছন্দের প্রতিযোগিতাগুলোর একটি। আমার বোন এখানে দৌড়াবে, তাই আমি ভিন্নভাবে, একটু ধীরে ও সচেতনভাবে দৌড়াতে চেয়েছিলাম। কিন্তু এত মানুষের ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। নারী, পুরুষ এমনকি শিশুরাও আমাকে মেসেজ দিয়েছে। এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত