দিয়োগো জতার শেষকৃত্যে সতীর্থদের ভীড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২১: ৩০

দুর্ঘটনায় নিহত পর্তুগাল ও লিভারপুলের ফুটবলার দিয়োগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্য সম্পন্ন হলো আজ। সতীর্থকে বিদায় জানাতে হাজির ছিলেন পর্তুগাল ও লিভারপুলের একাধিক ফুটবলার।

পর্তুগালের শহর গন্দোমারের ইগরেজা মাত্রিজ গির্জায় জতার শেষকৃত্য হয়। স্থানীয় সময় বেলা ১১টা থেকে শেষকৃত্যের কাজ শুরু হয়। জতা ও তার ভাইকে স্মরণ করে দুজনের জার্সি নম্বর সংবলিত ফুলের স্তবক নিয়ে শেষকৃত্যে উপস্থিত হন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও সতীর্থ অ্যান্ডি রবার্টসন।

সেখানে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ ছাড়াও উপস্থিত ছিলেন বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, ব্রুনো ফের্নান্দেস ও রুবেন নেভেস।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত