পিএসএল ফাইনাল

সাকিব-রিশাদ-মিরাজের লাহোরের মুখোমুখি কোয়েটা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫: ৩৯
পিএসএল ফাইনালের ট্রফি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পর্দা) নেমে যাওয়ার পথে। আজ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এই আসর। ফাইনাল ঘিরে বাংলাদেশিদের মধ্যেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ আছেন ফাইনালের দল লাহোর কালান্দার্সে। একসঙ্গে তিনজনের এটাই প্রথম কোনো ফাইনাল। আর একটি ম্যাচ জিততে পারলেই শেষ হাসি হাসবেন তারা।

বিজ্ঞাপন

আজ (২৫ মে) বাংলাদেশের তিন ক্রিকেটারের দল কালান্দার্স মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। লাহোরে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

শুরু থেকেই কালান্দার্সের সঙ্গী ছিলেন রিশাদ। এরপর যোগ দেন সাকিব আল হাসান। শেষ মিরাজকেও দলে ভেড়ায় দলটি। তবে এখনো মাঠে নামা হয়নি মিরাজের। মাঝে আসর স্থগিত হলে রিশাদ ফিরে আসেন দেশে। পরে বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলে আবার প্লে-অফের আগে তিনি যোগ দেন কালান্দার্সে।

আসরে বাংলাদেশিদের মধ্যে সফল রিশাদ। চলমান আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচেই ১২ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী লেগ স্পিনার। ফাইনালেও তার কবজির মোচেড়র ওপর দলের সম্ভাবনা নির্ভর করবে অনেকটা। সাকিব ব্যাটে বলে এখন পর্যন্ত বিবর্ণ। প্রথম ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে নেন এক উইকেট। সবশেষ ম্যাচ তিন ওভারে ২৭ রান দিয়ে আবার উইকেটশূন্য।

এটি সাকিবের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৬তম ফাইনাল। এখন পর্যন্ত সাতটিতে শিরোপা জিতেছেন তিনি। বিপিএলে তিনবার, আইপিএলে এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুবার।

ফাইনালে কালান্দার্সের কাজটা অবশ্য সহজ হবে না। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দুর্দান্ত ফর্মে আছে। সাউদ শাকিলের দারুণ নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং লাইন আপে আছে রাইলি রুশো, ফিন অ্যালেনের মতো আগ্রাসী ব্যাটসম্যানরা। আরো আছেন আভিশকা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মাদ আমির এবং আবরার আহমেদরা।

এদিকে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব কালান্দার্সের শক্তিও অবশ্য কম নয়। ফাখার জামান জ্বলে উঠলে একাই হয়ে উঠতে পারেন ম্যাচের ভাগ্য নির্ধারক। আরো আছেন কুসাল পেরেরা, আব্দুল্লাহ শাফিক, মোহাম্মাদ নাঈমরাও। বোলিংয়ে আফ্রিদির সঙ্গে আছেন হারিস রউফ ও জামান খান। স্পিনে সাকিবের সঙ্গে আছেন রিশাদ। সালমান মির্জাও দারুণ বোলিং করছেন।

কালান্দার্স ও গ্লাডিয়েটর্সের দুই দলেরই এটি চতুর্থ ফাইনাল। এর মধ্যে কালান্দার্স শিরোপা জিতেছে দুইবার। ২০২০ আসরে ফাইনাল হারার পর শিরোপা জয় করে তারা টানা ২০২২ ও ২০২৩ আসরে। গ্ল্যাডিয়েটর্স ২০১৯ সালের চ্যাম্পিয়ন হয়। ২০১৬ ও ২০১৭ আসরে তারা ছিল রানার্স আপ।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত