দলের জন্য জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত ওকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১: ৫৬

চোট পেয়ে ওভাল টেস্টের প্রথম দিনই মাঠ ছাড়েন ক্রিস ওকস। পরীক্ষা নিরীক্ষার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে চলমান টেস্টে আর মাঠে নামতে পারবেন না এই পেসার। তবে ওকস নিজেই জানিয়েছেন- দলের প্রয়োজনে জীবন ঝুঁকি নিয়ে হলেও মাঠে নামতে প্রস্তুত তিনি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ জিততে চাইলে শেষ ম্যাচে হার এড়াতেই হবে তাদের। এমন সমীকরণে লন্ডনের দ্য ওভালে চলমান শেষ টেস্টটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারক।

বিজ্ঞাপন

এই টেস্টের সব নাটকীয়তা অপেক্ষা করছে শেষ দিনের জন্য। ম্যাচ জিততে চাইলে শেষ দিনে আরো ৩৫ রান করতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে ভারতের দরকার ৪ উইকেট। এমন সমীকরণে জেমি স্মিথ ২ ও জেমি ওভারটন ০ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন। ম্যাচ স্বাগতিকদের দিকে হেলে থাকলেও ব্যাটিং বিপর্যয় হলে ব্যাট করতে হবে ওকসকে। তাতে অবশ্য কোনো আপত্তি নেই তার।

বিষয়টি নিয়ে জো রুট বলেন, ‘ওকস দলের সঙ্গেই আছে। এই সিরিজে খেলোয়াড়দের জীবন ঝুঁকির ‍মুখে পড়েছে। আগের টেস্টে ঋষভ পন্ত ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছে। ঠিক তেমনি ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত