আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ যুব হকি দল।
বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে চেন্নাইয়ের মাঠে চিলির বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন আমিরুল, রাকিবুল ও জয়।
বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।

