টানা জয়ে মরক্কোর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৯: ২১

আফ্রিকান দেশ মরক্কো নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল আগেই। ধীরে ধীরে অপ্রতিরোধ্য দলে পরিণত হচ্ছে মরক্কানরা। এবার দারুণ এক রেকর্ড গড়লো তারা। জাতীয় দলের হিসেবে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড গড়লেন আশরাফ হাকিমিরা।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এই রেকর্ড গড়ার পথে স্পেনকে ছাড়িয়ে যায় তারা। এই নিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল ‘আটলাস লায়ন্স’রা। ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত ১৫ ম্যাচ জিতে টানা ম্যাচ জয়ের রেকর্ডটি এতোদিন ছিল স্পেনের।

বিজ্ঞাপন

বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল মরক্কো। কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগে শতভাগ জয় নিয়ে বাছাইপর্ব শেষ করার লক্ষ্য ছিল মরক্কোর। সেই মিশনে শতভাগ সফল হলো তারা। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিই জিতল।

মরক্কো সবশেষ জিততে পারেনি গত বছরের মার্চে। মৌরিতানিয়ার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর থেকেই জয়ের স্রোতে তারা। বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে ছয় ম্যাচ ও তিনটি প্রীতি ম্যাচে টানা জয় পেল দলটি। এই সময়ে ১৬ ম্যাচে ৫০ গোল করেছে তারা, হজম করেছে মাত্র ৪ গোল।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত