ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২: ০০

১২১ বছরের ইতিহাসে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ ছাড়া আর কোথাও অফিস স্থাপন করেনি ফিফা। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি হয়ে আসার পর বিভিন্ন জায়গায় সংস্থাটির অফিস খুলেছেন। সবশেষ নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা।

সোমবার (৭ জুলাই) ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদর্শন করা হয় ট্রাম্প টাওয়ারে। সেখানেই নতুন অফিস খোলার ঘোষণা দেন ইনফান্তিনো। ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদো নাজারিও।

বিজ্ঞাপন

ট্রাম্প টাওয়ারে অফিস খোলা প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘একটি বৈশ্বিক সংস্থা হিসেবে ফিফাকে আরও স্থানীয় হতে হবে। আমাদের সব জায়গায় অফিস থাকতে হবে। নিউৈইয়র্ককেও অফিস থাকা দরকার। সেটা শুধু চলমান ক্লাব বিশ্বকাপ কিংবা আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্যই নয়। এরিক ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত