গোলশূন্য ড্র ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০: ৫৫
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১: ১৩

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের কাছে লিভারপুলের হারে কিছুটা নিরবতা নেমেছিল ভক্তদের মাঝে। যদিও একই রাতে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বিতে দারুণ একটা লড়াই দেখার অপেক্ষায় ছিল সবাই। ভক্তদের সে আশা নিরাশায় রূপ নিয়েছে। গোলশূন্য ড্র হয়েছে ম্যানসিটি ও ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি।

লম্বা সময় ধরেই নিজেদের শক্তি হারিয়েছে ইউনাইটেড। অন্যদিকে চলমান মৌসুমে ধুঁকছে ম্যানসিটি। দুই দলের বর্তমান চিত্র ফুটে উঠেছিল মাঠের খেলায়। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। কিছু বিচ্ছিন্ন আক্রমণ হলেও সেসব গোলের জন্য যথেষ্ট ছিল না। বিশেষ করে দুই দলের প্রথমার্ধের পারফরম্যান্সে তো রীতিমতো বিরক্তই হয়েছে গ্যালারিতে থাকা দর্শকরা।

ইউনাইটেডের সঙ্গে ড্র করে টেবিলের চারে ফেরার সুযোগ হারিয়েছে ম্যানসিটি। পাঁচে থাকা সিটিজেনদের সংগ্রহ ৫২ পয়েন্ট। ৩১ ম্যাচ খেলেছে তারা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ৩৮ পয়েন্ট পাওয়া ইউনাইটেডের অবস্থান ১৩ তে। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত