আশা ছাড়ছেন না ফাহামিদুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৪: ০০

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সৌদি আরবে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। কিন্তু ক্যাম্প শেষে আবার ইতালি ফেরত গেছেন এই ১৮ বছর বয়সি ফরোয়ার্ড। জাতীয় দলে খেলার জন্য তার আরো সময় লাগবে বলে জানান বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। দল থেকে ফাহামিদুল বাদ পড়ায় ফুঁসে উঠেন ফুটবল সমর্থকরা। এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে। যাইহোক, জাতীয় দলে খেলার আশা ছাড়ছেন এই তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফাহামিদুল জানান, ‘ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন সবুজ লাল জার্সি পরে মাঠে নামব। দেশ ও সমর্থকদের জন্য নিজের সেরাটা নিংড়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাব।’ অপর এক পোস্টে জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়নি বলে নিশ্চিত করেছেন ফাহামিদুল। গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয়েছে বলে জানান এই ফুটবলার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত