আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লি টেস্ট

ভারতের কাছে এবার ৭ উইকেটে হারল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
ভারতের কাছে এবার ৭ উইকেটে হারল উইন্ডিজ

আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত জিতেছিল ইনিংস ব্যবধানে। এবার তারা দিল্লিতেও পেল বড় জয়। শুভমান গিলের দল ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারতীয়রা। রোস্টন চেজদের হোয়াইওয়াশ করে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জিতলেন গিল।

বিজ্ঞাপন

ভারতের জয়ের লক্ষ্য ছিল ১২১। লোকেশ রাহুলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৪ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৫৮* রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাহুল। আর দলীয় স্কোরে ৩৯ রান যোগ করেন সাই সুদর্শন।

ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট শিকার করেন রোস্টন চেজ। আর একটি উইকেট পেয়েছেন জোমেল ওয়ারিক্যান।

তার আগে এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮/১০ ও ৩৯০/১০, ১১৮.৫ ওভার (ফলোঅন) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, গ্রেভস ৫০*, চেজ ৪০, সিলস ৩২; বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪ ও সিরাজ ২/৪৩)।

ভারত : ৫১৮/৫ ডি. ও ১২৪/৩, ৩৫.২ ওভার (সুদর্শন ৩৯, রাহুল ৫৮*, গিল ১৩*, জয়সওয়াল ৮; চেজ ২/৩৬ ও ওয়ারিক্যান ১/৩৯)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: কুলদীপ যাদব।

সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা

সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ী ভারত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন