দিল্লি টেস্ট

স্পোর্টস ডেস্ক

আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত জিতেছিল ইনিংস ব্যবধানে। এবার তারা দিল্লিতেও পেল বড় জয়। শুভমান গিলের দল ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারতীয়রা। রোস্টন চেজদের হোয়াইওয়াশ করে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জিতলেন গিল।
ভারতের জয়ের লক্ষ্য ছিল ১২১। লোকেশ রাহুলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৪ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৫৮* রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাহুল। আর দলীয় স্কোরে ৩৯ রান যোগ করেন সাই সুদর্শন।
ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট শিকার করেন রোস্টন চেজ। আর একটি উইকেট পেয়েছেন জোমেল ওয়ারিক্যান।
তার আগে এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮/১০ ও ৩৯০/১০, ১১৮.৫ ওভার (ফলোঅন) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, গ্রেভস ৫০*, চেজ ৪০, সিলস ৩২; বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪ ও সিরাজ ২/৪৩)।
ভারত : ৫১৮/৫ ডি. ও ১২৪/৩, ৩৫.২ ওভার (সুদর্শন ৩৯, রাহুল ৫৮*, গিল ১৩*, জয়সওয়াল ৮; চেজ ২/৩৬ ও ওয়ারিক্যান ১/৩৯)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কুলদীপ যাদব।
সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ী ভারত।

আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত জিতেছিল ইনিংস ব্যবধানে। এবার তারা দিল্লিতেও পেল বড় জয়। শুভমান গিলের দল ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারতীয়রা। রোস্টন চেজদের হোয়াইওয়াশ করে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জিতলেন গিল।
ভারতের জয়ের লক্ষ্য ছিল ১২১। লোকেশ রাহুলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৪ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৫৮* রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাহুল। আর দলীয় স্কোরে ৩৯ রান যোগ করেন সাই সুদর্শন।
ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট শিকার করেন রোস্টন চেজ। আর একটি উইকেট পেয়েছেন জোমেল ওয়ারিক্যান।
তার আগে এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮/১০ ও ৩৯০/১০, ১১৮.৫ ওভার (ফলোঅন) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, গ্রেভস ৫০*, চেজ ৪০, সিলস ৩২; বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪ ও সিরাজ ২/৪৩)।
ভারত : ৫১৮/৫ ডি. ও ১২৪/৩, ৩৫.২ ওভার (সুদর্শন ৩৯, রাহুল ৫৮*, গিল ১৩*, জয়সওয়াল ৮; চেজ ২/৩৬ ও ওয়ারিক্যান ১/৩৯)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কুলদীপ যাদব।
সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ী ভারত।

পাকিস্তানের জয়রথ চলছেই। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে উড়ছে সালমান আলী আগার দল। দক্ষিণ আফ্রিকার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জিতেছে তারা। তিন ম্যাচে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ পকেটে পুরেছে ‘ম্যান ইন গ্রিন’রা। ফলে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে আনুষ্ঠানিকতার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পর ফের জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৯ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
১২ ঘণ্টা আগে