এনসিএলের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে দেখা মিলেছে দুই ফাইফার ও দুই সেঞ্চুরির। মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে ঢাকার হয়ে তৃতীয় সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। ইনজুরির কারণে গত পরশু ব্যাট করতে পারেননি তিনি। আজ ব্যাটিংয়ে নেমে তিনি প্রথম শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এর আগে ঢাকার হয়ে আনিসুল ইসলাম ইমন ও মার্শাল আইয়ুব পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এই তিন সেঞ্চুরিতে ভর করে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ৫৪১। জবাবে, দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৪ রান তুলেছে চট্টগ্রাম।
অন্যদিকে রংপুরের বিপক্ষে খুলনার হয়ে ফাইফারের দেখা পেয়েছেন পেসার সফর আলী। তার ৭৮ রানে ৫ উইকেটে ভর করে রংপুর অলআউট হয় মাত্র ১৭৪ রানে। জবাবে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪১ রান তুলেছে খুলনা বিভাগ।
অন্যদিকে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন সিলেটে জাকির হাসান। তার ১৩০ রানে ভর করে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। বরিশালের হয়ে রুয়েল মিয়া ৫৫ রানে নিয়েছেন দুই উইকেট।
সিলেটে ময়মনসিংহের বিপক্ষে ফাইফারের দেখা পেয়েছেন অভিজ্ঞ সানজামুল ইসলাম। তার ১৮ রানে ৫ উইকেটের স্পেলে ময়মনসিংহ অলআউট হয় মাত্র ১৩৭ রানে। ৮২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামা রাজশাহী দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে তুলেছে ২১০ রান।

