অক্টোবরে বাংলাদেশে আসছে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৪১

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ অক্টোবর ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। পরে মাঠে গড়াবে সীমিত ওভারের সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। আর শেষ হবে ১ নভেম্বর।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে উইন্ডিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একটি ওয়ানডে হবে চট্টগ্রামে। প্রথম টি-টোয়েন্টি গড়াবে চট্টগ্রামের মাটিতে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

গত বছরের শেষ দিকে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের প্রথমবারের মতো ধবলধোলাই করেছিল টাইগাররা। কিন্তু সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তার আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল দুদল।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত