সাকিব-সোহাগের কীর্তি ছুঁলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২৩: ৪৪
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২৩: ৪৭

বাংলাদেশের জার্সিতে সেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি দুবার গড়েছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডার প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেন ২০১১ সালের ১৭ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৪৪ রানের দারুণ এক ইনিংস খেলার সঙ্গে বল হাতে ৮২ রান খরচে শিকার করেন ৬ উইকেট।

বিজ্ঞাপন

পরে ২০১৪ সালের ৩ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই সাকিব পান পাঁচ উইকেট (৫/৮০ ও ৫/৪৪)। সঙ্গে তার ব্যাট থেকে আসে ১৩৭ রানের দুর্বার এক ইনিংস।

মাঝে ২০১৩ সালের ৯ অক্টোবর চট্টগামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১* রানের হার না মানা দুরন্ত ইনিংস খেলেন সোহাগ গাজী। বল হাতে ৭৭ রান দিয়ে নেন ৬ উইকেট।

আজ চট্টগ্রাম টেস্টে তাদের এই অর্জনে ভাগ বসিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১০৪ রানের দাপুটে ইনিংসের সঙ্গে ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন ফাইফার।



টেস্টে সেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট

ক্রিকেটার রান বোলিং ফিগার প্রতিপক্ষ ভেন্যু

সাকিব আল হাসান ১৪৪ ৬/৮২ পাকিস্তান মিরপুর

সোহাগ গাজী ১০১* ৬/৭৭ নিউজিল্যান্ড চট্টগ্রাম

সাকিব আল হাসান ১৩৭, ৫/৮০ ও ৫/৪৪ জিম্বাবুয়ে খুলনা

মেহেদি হাসান মিরাজ ১০৪, ৫/৩২ জিম্বাবুয়ে চট্টগ্রাম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত