খরুচে বোলিংয়ে শীর্ষে তাসকিন!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৩: ০৬

বিজ্ঞাপন

বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া মোহামেডানের বোলাররা দারুণ কিছু করতে পারেননি। আগে ব্যাটিংয়ে নেমে সাদা-কালোদের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে গাজী। দলটির অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটে আসে ১৪৯ রান। মোহামেডানের হয়ে তিন উইকেট নেওয়া তাসকিন আহমেদের খরচ রেকর্ড ১০৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ডই এটি।

আজ বিকেএসপিতে গাজী গ্রুপের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেও তাসকিনের খরচ ছিল ১০৭ রান। এটাই এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল পেসার শাহাদাত হোসেন দখলে। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান খরচ করেন তিনি। গত বছর আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে ইকবাল হোসেন খরচ করেন ১০৪ রান। এতোদিন এ দুইটাই ছিল রেকর্ড। এবার এই তালিকায় নাম তুললেন তাসকিন।

তাসকিনের এমন খরুচে বোলিংয়ের দিনে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত