আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাসিরের ভেলকিতে ঢাকার জয়

স্পোর্টস রিপোর্টার

নাসিরের ভেলকিতে ঢাকার জয়

ক্যারিয়ারের মধ্যাহ্নে চলে এসেছেন নাসির হোসেন। এই সময়ে এসেও দেখালেন ঝলক। তার দুর্দান্ত ইনিংসে অপরাজিত ৯০ রানে ভর করে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। পাঁচ ম্যাচে দলটির এটি দ্বিতীয় জয়। অনেক দিন পর ম্যাচসেরা হওয়া নাসির হোসেন ৫০ বলে খেলেন ৯০ রানের ইনিংস। তার ব্যাটে ছিল ১৪ চার ও দুই ছক্কা।

সিলেটে ব্যাট করতে নেমে আগের চার ম্যাচের মতো দ্রুতই ভেঙে পড়ে নোয়াখালীর টপ অর্ডার। সৌম্য সরকার-মোহাম্মদ নবীর অন্তর্ভুক্তি দলটির ভাগ্যে আনতে পারেনি কোনো পরিবর্তন। স্কোরবোর্ডে ৪০ রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট। তখন নোয়াখালীর ইনিংসের বয়স কেবল ৯.৩ ওভার। সেখান থেকে দলকে প্রতিরোধের উপায় গড়ে দেন মোহাম্মদ নবী ও হায়দার আলীর ৯০ রানের জুটি। নবী ৩৩ বলে ৪২ ও হায়দার আলী ৩৬ বলে করেন ৪৭ রান। ঢাকা ক্যাপিটালসের হয়ে হাত ঘোরানো ছয় বোলারই পান একটি করে উইকেট। তাতে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৩৩ রান।

বিজ্ঞাপন

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে দুই উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। দুই ওপেনার রহমান উল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন দ্রুতই ফেরেন প্যাভিলিয়নে। সেখান থেকে দলের জয় নিশ্চিত করে দেন নাসির হোসেন। তিনে নামা এই ব্যাটার ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পথে করেন ৯০ রান। তার ১৮০ স্ট্রাইক রেট ও ৫০ বলের ইনিংসে ছিল ১৪ চার ও দুই ছক্কা। তিনে নামায় পাওয়ার প্লেতে নামতে হয়েছিল নাসিরকে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় পাওয়ার প্লেতে ব্যাটিং করা উপভোগ করি। আজ (গতকাল) চেষ্টা করছি পাওয়ার প্লের মধ্যে যতটুকু সর্বোচ্চ রান করা যায়।’

তিনে নামা নাসির হোসেনকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ১৬ বলে ২৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। তাতে ৩৫ বল হাতে রেখে নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়। সাত উইকেটে জয়ের এই ম্যাচে ম্যচসেরা হন ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেন। এই জয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ১৩৩/৬, ২০ ওভার (হায়দার ৪৭, নবী ৪২*, মামুন ১/৬)।

ঢাকা ক্যাপিটালস : ১৩৪/৩, ১৪.১ ওভার (নাসির ৯০*, ইমাদ ২৯*, হাসান ২/১৭)।

ফল : ঢাকা ক্যাপিটালস সাত উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নাসির হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন