সৌদি প্রো লিগে গোল করেই যাচ্ছেন রোনালদো। আল খোলুদের বিপক্ষে জালের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা। তার গোলের সঙ্গে মোহামেদ সিমাকান ও কিংসেলে কোম্যানের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে আল নাসর। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ১৭তম গোলের দেখা পেলেন রোনালদো। ফলে হাজার গোলের মাইলফলকের আরো কাছে পৌঁছে গেলেন আল নাসর তারকা। তার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬১টিতে।
এই গোলের মাধ্যমে আল কাদিসিয়ার হয়ে আল হিলালের বিপক্ষে গোল করা মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন রোনালদো। দুজনেরই গোল এখন ১৭টি করে। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টোনি, যিনি এ মৌসুমে ১৮টি গোল করেছেন। রোনালদোর সামনে সুযোগ থাকছে চলতি মৌসুমেও গোল্ডেন বুট জেতার। হাতে আছে এক ম্যাচ। এর আগে ৪০ বছর বয়সি রোনালদো টানা দুই মৌসুম সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয় করেছেন।
ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। দুই মিনিটের মাথায় বাম দিক থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকে সহজ ট্যাপ-ইনে গোল করেন রোনালদো। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান। ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আল খুলুদের মিডফিল্ডার হাতান বাহব্রি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এরপরই রোনালদোকে তুলে নেন আল নাসর কোচ। আল নাসরের হয়ে শেষ গোলটি করেন কিংসলে কোম্যান।
এর ফলে টানা তিন ম্যাচ জয়ের ধারা বজায় রাখল রোনালদোর দল। যদিও এর আগে তারা টানা তিন ম্যাচ হেরেছিল এবং একটি ম্যাচ ড্র করেছিল। যার ফলে লিগ টেবিলেও প্রভাব পড়ে। লিগ টেবিলে বর্তমানে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে। চলতি মৌসুমে প্রতিটি দল মোট ৩৪টি করে ম্যাচ খেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

