আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাবিও ক্যাপেলোর দৃষ্টিতে

যেখানে ‘ব্যর্থ’ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

যেখানে ‘ব্যর্থ’ এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

দুর্দান্ত খেলে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে তার দাপুটে পারফরম্যান্সেই ব্যাপারটা পরিষ্কার। ফরোয়ার্ড হিসেবে স্প্যানিশ জায়ান্টটিতে দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন ফরাসি এ সুপারস্টার। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫০ ম্যাচ খেলে কোচ কার্লো আনচেলত্তির ক্লাবকে এমবাপ্পে উপহার দিয়েছেন ৩৩ গোল। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে, গড়ে প্রায় ১২২ মিনিট খেলে পেয়েছেন একটি গোলের দেখা। স্ট্রাইকার হিসেবে তার পারফরম্যান্স যে কারো কাছেই চমৎকার। কিন্তু ফ্যাবিও ক্যাপেলো অবশ্য এ দলের মধ্যে পড়েন না।

বিজ্ঞাপন

ইতালির বিখ্যাত এ ফুটবল কোচ অন্যদের চেয়ে ভিন্ন কথা বলছেন। তার চোখে মাঠের লড়াইয়ে এমবাপ্পের পারফরম্যান্স আহামরি কিছুই না। রিয়ালের সাবেক এ কোচের মতে, লস ব্লাঙ্কোসের জার্সির ভারটা ঠিক বহন করতে পারছেন না এমবাপ্পে। ক্যাপেলো নিজের এ মন্তব্যের পক্ষে যুক্তিও দেখিয়েছেন। ইতালিয়ান এ ফুটবল গুরু এমবাপ্পেকে ঠিক তার পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করতে চান না। শিরোপা জয়ের লড়াইয়ে দলকে কতটা সহায়তা করেছেন একজন ফুটবলার। তার এটাই মুখ্য কথা। এমবাপ্পের বেলায়ও একই বিষয় বিবেচনায় নিয়েছেন ক্যাপেলো।

তার সাফ কথা, রিয়ালের প্রয়োজনের সময়ে ঝলক দেখাতে পারেননি এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতায় শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রাখতে পারেননি রিয়ালকে। চ্যাম্পিয়নস লিগ থেকে এরই মধ্যে ছিটকে গেছে রিয়াল। স্প্যানিশ লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পরিষ্কার চার পয়েন্টে পিছিয়ে এখন তারা। শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে শুধু কোপা দেল রে’তে। তবে ফাইনালে রিয়ালকে লড়বে হবে বার্সার বিপক্ষে। গত দুই এল ক্লাসিকোতেই কাতালানদের কাছে হেরে গেছে রিয়াল। তার মানে এখানেও পিছিয়ে তারা মুখোমুখি লড়াইয়ে।

সোমবার রাতে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্প্যানিশ সংবাদমাধ্যমকে ক্যাপেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সির ওজন অনেক বেশি। সম্ভবত সে (এমবাপ্পে) কোথায় খেলতে গেছে, সেটা এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেনি। সমস্যা হলো সে সেন্টার ফরোয়ার্ড নয়। তাকে ও ভিনিসিয়াসকে একসঙ্গে খেলতে হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...