ফ্যাবিও ক্যাপেলোর দৃষ্টিতে
স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত খেলে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে তার দাপুটে পারফরম্যান্সেই ব্যাপারটা পরিষ্কার। ফরোয়ার্ড হিসেবে স্প্যানিশ জায়ান্টটিতে দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন ফরাসি এ সুপারস্টার। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫০ ম্যাচ খেলে কোচ কার্লো আনচেলত্তির ক্লাবকে এমবাপ্পে উপহার দিয়েছেন ৩৩ গোল। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে, গড়ে প্রায় ১২২ মিনিট খেলে পেয়েছেন একটি গোলের দেখা। স্ট্রাইকার হিসেবে তার পারফরম্যান্স যে কারো কাছেই চমৎকার। কিন্তু ফ্যাবিও ক্যাপেলো অবশ্য এ দলের মধ্যে পড়েন না।
ইতালির বিখ্যাত এ ফুটবল কোচ অন্যদের চেয়ে ভিন্ন কথা বলছেন। তার চোখে মাঠের লড়াইয়ে এমবাপ্পের পারফরম্যান্স আহামরি কিছুই না। রিয়ালের সাবেক এ কোচের মতে, লস ব্লাঙ্কোসের জার্সির ভারটা ঠিক বহন করতে পারছেন না এমবাপ্পে। ক্যাপেলো নিজের এ মন্তব্যের পক্ষে যুক্তিও দেখিয়েছেন। ইতালিয়ান এ ফুটবল গুরু এমবাপ্পেকে ঠিক তার পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করতে চান না। শিরোপা জয়ের লড়াইয়ে দলকে কতটা সহায়তা করেছেন একজন ফুটবলার। তার এটাই মুখ্য কথা। এমবাপ্পের বেলায়ও একই বিষয় বিবেচনায় নিয়েছেন ক্যাপেলো।
তার সাফ কথা, রিয়ালের প্রয়োজনের সময়ে ঝলক দেখাতে পারেননি এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতায় শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রাখতে পারেননি রিয়ালকে। চ্যাম্পিয়নস লিগ থেকে এরই মধ্যে ছিটকে গেছে রিয়াল। স্প্যানিশ লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পরিষ্কার চার পয়েন্টে পিছিয়ে এখন তারা। শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে শুধু কোপা দেল রে’তে। তবে ফাইনালে রিয়ালকে লড়বে হবে বার্সার বিপক্ষে। গত দুই এল ক্লাসিকোতেই কাতালানদের কাছে হেরে গেছে রিয়াল। তার মানে এখানেও পিছিয়ে তারা মুখোমুখি লড়াইয়ে।
সোমবার রাতে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্প্যানিশ সংবাদমাধ্যমকে ক্যাপেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সির ওজন অনেক বেশি। সম্ভবত সে (এমবাপ্পে) কোথায় খেলতে গেছে, সেটা এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেনি। সমস্যা হলো সে সেন্টার ফরোয়ার্ড নয়। তাকে ও ভিনিসিয়াসকে একসঙ্গে খেলতে হচ্ছে।’
দুর্দান্ত খেলে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে তার দাপুটে পারফরম্যান্সেই ব্যাপারটা পরিষ্কার। ফরোয়ার্ড হিসেবে স্প্যানিশ জায়ান্টটিতে দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন ফরাসি এ সুপারস্টার। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৫০ ম্যাচ খেলে কোচ কার্লো আনচেলত্তির ক্লাবকে এমবাপ্পে উপহার দিয়েছেন ৩৩ গোল। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে, গড়ে প্রায় ১২২ মিনিট খেলে পেয়েছেন একটি গোলের দেখা। স্ট্রাইকার হিসেবে তার পারফরম্যান্স যে কারো কাছেই চমৎকার। কিন্তু ফ্যাবিও ক্যাপেলো অবশ্য এ দলের মধ্যে পড়েন না।
ইতালির বিখ্যাত এ ফুটবল কোচ অন্যদের চেয়ে ভিন্ন কথা বলছেন। তার চোখে মাঠের লড়াইয়ে এমবাপ্পের পারফরম্যান্স আহামরি কিছুই না। রিয়ালের সাবেক এ কোচের মতে, লস ব্লাঙ্কোসের জার্সির ভারটা ঠিক বহন করতে পারছেন না এমবাপ্পে। ক্যাপেলো নিজের এ মন্তব্যের পক্ষে যুক্তিও দেখিয়েছেন। ইতালিয়ান এ ফুটবল গুরু এমবাপ্পেকে ঠিক তার পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করতে চান না। শিরোপা জয়ের লড়াইয়ে দলকে কতটা সহায়তা করেছেন একজন ফুটবলার। তার এটাই মুখ্য কথা। এমবাপ্পের বেলায়ও একই বিষয় বিবেচনায় নিয়েছেন ক্যাপেলো।
তার সাফ কথা, রিয়ালের প্রয়োজনের সময়ে ঝলক দেখাতে পারেননি এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতায় শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রাখতে পারেননি রিয়ালকে। চ্যাম্পিয়নস লিগ থেকে এরই মধ্যে ছিটকে গেছে রিয়াল। স্প্যানিশ লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পরিষ্কার চার পয়েন্টে পিছিয়ে এখন তারা। শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে শুধু কোপা দেল রে’তে। তবে ফাইনালে রিয়ালকে লড়বে হবে বার্সার বিপক্ষে। গত দুই এল ক্লাসিকোতেই কাতালানদের কাছে হেরে গেছে রিয়াল। তার মানে এখানেও পিছিয়ে তারা মুখোমুখি লড়াইয়ে।
সোমবার রাতে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্প্যানিশ সংবাদমাধ্যমকে ক্যাপেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সির ওজন অনেক বেশি। সম্ভবত সে (এমবাপ্পে) কোথায় খেলতে গেছে, সেটা এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেনি। সমস্যা হলো সে সেন্টার ফরোয়ার্ড নয়। তাকে ও ভিনিসিয়াসকে একসঙ্গে খেলতে হচ্ছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৬ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে