অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরেক ইতিহাস লিখল নাইজেরিয়ার মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৯
নাইজেরিয়ার নারী ক্রিকেটাররা

দিন দুয়েক আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে নাইজেরিয়ার মেয়েরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে যেকোনো সংস্করণে এটাই তাদের প্রথম জয়।

বিজ্ঞাপন

আজ বুধবার নাইজেরিয়া করেছে আরও দারুণ কিছু। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরেই সুপার সিক্সের টিকিট কেটেছে আফ্রিকার মেয়েরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডিএলএস মেথডে ৪১ রানে হেরেছে নাইজেরিয়ার কন্যারা। অবশ্য এই ম্যাচ খেলতে মাঠে নামার আগেই সুপার সিক্সে তাদের জায়গা নিশ্চিত হয়ে গেছে।

আজ সকালে নিউজিল্যান্ডের কাছে সামোয়া হেরে যাওয়ার সুবাদে নতুন এই ইতিহাস লিখেছে নাইজেরিয়া।


গ্রুপ ‘সি’তে সামোয়া তিন ম্যাচ খেলে ধরাশায়ী হয়েছে। এ কারণে এক জয়ের সুখস্মৃতি সঙ্গী করেই সুপার সিক্সে উঠে গেছে নাইজেরিয়া। তাদের পুঁজি ৩ পয়েন্ট। কিউইদের হারিয়ে পেয়েছিল ২ পয়েন্ট। তার সঙ্গে যোগ হয়েছে আরও ১ পয়েন্ট- সামোয়ার সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায়। নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে নাম লেখানো- সব মিলিয়ে স্বপ্নিল এক বিশ্বকাপই খেলে যাচ্ছে নাইজেরিয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত