রোনালদোর কীর্তি ও বিষাদময় রাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২: ৩৫
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২: ৪৬

সৌদি সুপার কাপের ফাইনালটা অম্ল মধুর হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। ম্যাচটিতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন এই ফরোয়ার্ড। যদিও পর্তুগালের তারকা ফুটবলারের জন্য ম্যাচের শেষটা ভালো হয়নি। আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে আল নাসর।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটিতে দেড় বছরের বেশি সময় পার করে দিলেও কোনো শিরোপা জিততে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে উঠায় শিরোপা জেতার সুযোগ ছিল তার সামনে। যদিও এবারও অপেক্ষা ফুরাল না রোনালদোর।

বিজ্ঞাপন

শিরোপা হাতছাড়া করলেও হংকং স্টেডিয়ামে আল নাসরের শুরুটা হয়েছিল দারুণ। ৪১ মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। এটা রিয়াদের ক্লাবটির হয়ে রোনালদোর ১০০তম গোল। এর মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে আলাদা চারটি ক্লাবের হয়ে কমপক্ষে গোলের সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

রোনালদোর কল্যাণে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে ম্যাচে ফেরে আল আহলি। ৮২ মিনিটে স্কোরলাইন ২-১ করেন আল নাসরের মার্সেলো ব্রোজোভিচ। নির্ধারিত সময়ের এক মিনিট আগে রজার ইভানেজ জালের দেখা পেলে ফের সমতায় ফেরে আল আহলি। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আল আহলির নায়ক বনে যান এডোয়ার্ডো মেন্দি। প্রতিপক্ষের আব্দুল্লাহ আল খাইবারির শট ঠেকিয়ে দেন এই সেনেগালিজ গোলরক্ষক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত